বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রিয়া (২৩) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। 
এ ঘটনায় তার বাবা আশরাফুল ইসলাম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রিয়ার বাড়ী ওই ইউনিয়নের আজিজল তলায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

নিহত প্রিয়ার বাবা আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, বিকেলে আশরাফুল ও তার মেয়ে প্রিয়া মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বাঁশেরবাদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই প্রিয়া নিহত হন এবং আশরাফুল আহত হন।

Post a Comment

0 Comments