ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
এসআই শাহিনের নেতৃত্বে রূপপুর এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ নিক্সন সরকার এবং তার ছেলে মেহেদী হাসানকে আটক করে পুলিশ।
আটককৃতদের বাড়ি পাকশী ইউনিয়নের চর রূপপুর এলাকায়।
এসআই শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চররূপপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসময় চোরাই মোটরসাইকেল হেফাজতে রাখার দায়ে আটক বাবা-ছেলেকে আটক করা হয়।
আটককৃতরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলগুলো চুরির কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
0 Comments