বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

জামিনে মুক্তি পেলেন খালেদার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস


বার্তাকক্ষঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার (৪ মে) দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। 

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘উনি (শিমুল) উচ্চ আদালতের জামিন পেয়ে বেলা সাড়ে ১২টায় নরসিংদী কারাগার থেকে মুক্তি পান। ৪৫০ দিন কারাগারে ছিলেন তিনি।’
 দীর্ঘদিন কারাগারে থাকায় শিমুল বিশ্বাস অসুস্থ বলেও জানান বিএনপির সহদপ্তর।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পরক্ষণেই ঢাকা আলিয়া মাদরাসা মাঠ থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়। 

তারপর থেকে কারাবন্দী ছিলেন তিনি। দীর্ঘ এই কারাভোগ কালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, নারায়ণগঞ্জ ও নরসিংদী কারাগারসহ বেশ কয়েকটি কারাগারে স্থানান্তর করা হয়। 

অবশেষে দীর্ঘ ১৫ মাস পর জামিনে মুক্তি পেলেন শিমুল বিশ্বাস।

Post a Comment

0 Comments