রনি ইমরানঃ
ধান ক্ষেত নিয়ে বিপাকে পড়া একজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন পাবনা জেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
আজ বৃহস্পতিবার পাবনা সদরের আফুরি গ্রামের একটি ক্ষেতে ধান কাটেন তারা।
জমির মালিক ধানচাষী কৃষক জানান, কামলা খরচ বেশী হওয়ায় ধান কাটা নিয়ে বিপাকে ছিলাম। কিন্ত ছাত্রলীগের এই ছেলেরা এসে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেলো।
ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক বলেন, কৃষক বাঁচলে আমরা বাঁচব। তারা যেনো ধানের ন্যায্য দাম পায়, আশা করি সে সমস্যা সমাধান হবে। আমাদের এ উদ্যোগ সকল ভালো কাজে অংশ গ্রহণ অব্যহত থাকবে। জেলা সকল নেতা কর্মীকে নিদেশ দেওয়া হয়েছে। কৃষকের মাঠে ছুটে যেতে।
৬০ সদস্যের এ দলে অন্যানদের মধ্যে এই ধান কাটা কাজে অংশগ্রহণ করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফিরোজ খান, নাজিউর রহমান খান নাসিব সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকমী বৃন্দ।
![]() |
নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কাটছেন জেলা ছাত্রলীগ সভাপতি শিবলী সাদিক |
ধান নিয়ে বিপাকে থাকা কৃষকের পাশে দাঁড়ানোয় ছাত্রলীগের এমন মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে ঐ এলাকার কৃষকসহ সকল শ্রেনীর মানুষ।
0 Comments