ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
তিতাস ঈশ্বরদী বাঁশেরবাদা গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে।
পুলিশের দাবি, তিতাস তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ঈশ্বরদী থানায় ডাকতি, রাহাজানিসহ ১৬টি মামলা রয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, রাতে সাঁড়া ইউনিয়নের একটি আখক্ষেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।
এসময় ডাকাতদলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতেরা পিছু হটে।
এসময় পুলিশ ভ্যানে থাকা আটককৃত তিতাস পালানোর চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়।
পরে ঘটনাস্থল থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তিতাসকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
0 Comments