বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু কে পাবনার সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান


পাবনা প্রতিনিধিঃ
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সাংবাদিকদের নীতি নৈতিকতা নিয়ে চলতে হবে। অবশ্যই তাদের মধ্যে ভালো কাজের চর্চা থাকতে হবে। মানুষের আস্থার এ পেশা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

পাবনা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। গোটা দেশেই যার সুনাম ও খ্যাতি রয়েছে। দেশে পাবনার সাংবাদিকদেরও অনেক খ্যাতি ছিল। সেই খ্যাতি, সুনাম আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, যেন আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি। এখানে যারা নতুন তাদের কোয়ালিটি যাচাই করতে হবে। কেননা তারা মানুষের আশা, আস্থার জায়গা মহৎ পেশা সাংবাদিকতার সাথে জড়িত।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের টেলিভিশন শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। বিভিন্ন মিডিয়া হাউস এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দেশাত্মবোধ নিয়ে এ সব সমস্যার সমাধান করা হবে। এ ক্ষেত্রে টেলিভিশন সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে, আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

অ্যাটকো সভাপতি নির্বাচিত হওয়ায় শনিবার সন্ধ্যায় পাবনার সাংবাদিকদের পক্ষ থেকে ‘আরমান সেন্টারে’ তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অঞ্জন চৌধুরি পিন্টু এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় এ সময় বক্তব্য রাখেন।

পরে অঞ্জন চৌধুরি পিন্টুকে সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান এবং অ্যাটকো সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনার সাংবাদিকদের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।  


Post a Comment

0 Comments