স্টাফ রিপোর্টারঃ
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “স্থানীয় পর্যায়ে কেটসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আকরাম আলী। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. মো. জহুরুল ইসলাম খান, সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, সাংবাদিক সিমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, চাঁদভা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কামালসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, এলাকার এলাকার সুধীবৃন্দসহ মোট ৮৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
0 Comments