বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

আটঘরিয়ায় কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার বিরতণ


মো:জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়ায় ১৮’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু এমপি। 

আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃর্ক আয়োজিত “কৃষিই সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ফসলের বিনামূল্যে বীজ ও সার বিরতণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা পরিষদেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার, জেলা পরিষদের সদস্য রাশিদা পারভীর প্রমুখ। 

আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর সভার ১৮’শ জন কৃষককে ১৪ লাখ ৬৭ হাজার টাকা সমমূল্যের সার, বীজ এবং নগদ টাকা বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments