বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

বর্ষ বরনের নামে উশৃঙ্খল যুবকদের উন্মাদনা, ইভটিজিং এর শিকার হচ্ছে মেয়েরা


বিশেষ প্রতিবেদনঃ
১লা বৈশাখ বাংলা নববর্ষ পালন করতে সারা দেশের ন্যায় পাবনায় জেলাব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের আয়োজনে নানা কর্মসূচী পালিত হচ্ছে। বাংলা নববর্ষ পালন করতে সকল শ্রেণি পেশার মানুষ বাঙালী সংস্কৃতি মেনে ভিন্ন ভিন্ন পোশাকে আনন্দ উৎসবে পেতে উঠতে দেখা যায়।

এমন একটি আনন্দ ঘন দিনে কিছু ভিন্নতর বৈচিত্র লক্ষ করা যায় পাবনার বিভিন্ন রাস্তা ঘাটে। বিভিন্ন সড়কে কিছু উশৃঙ্খল যুবক নসিমন, করিমন, মিনি ট্রাক ও ভ্যান যোগে সাউন্ড বক্সে উচ্চস্বরে মিউজিক, গান বাজিয়ে নাচা নাচি করাসহ বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। তারা শুধু নাচা নাচিতেই সীমাবদ্ধ থাকেনি, রাস্তায় মেয়ে মানুষ দেখলেই ইভটিজিং পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করছে না। এতে করে স্থানীয় জন সাধারন থেকে শুরু করে মেয়েদের পড়তে হয়েছে চরম বিব্রতকর পরিস্থিতিতে।

একাধিক কর্মজীবী ব্যক্তি অভিযোগ করে বলেন, ১লা বৈশাখ উপলক্ষে ছুটি থাকায় ভেবেছিলাম পরিবার নিয়ে বাইরে একটু বেড়াতে যাবো। কিন্তু বাইরের যে পরিবেশ তাতে আর বাইরে বের হওয়া হয়নি। এসব উশৃঙ্খল যুবকদের নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারী জরুরী হয়ে পড়েছে।

এসব বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। আনন্দের মধ্যে যদি কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় কিংবা জনমনে অস্থিরতা সৃষ্টি করে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

Post a Comment

0 Comments