বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

রোটারী আরসিসি-কাশীনাথপুর এর বৃক্ষরোপন কর্মসূচী


সাঁথিয়া প্রতিনিধিঃ
গত ১২ এপ্রিল পাবনা জেলার কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পরিচালনাধীন রোটারী আরসিসি-কাশীনাথপুর এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় । 

রেটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর পরিচালনায় রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এর ডিষ্ট্রিক গভর্নর রোটারিয়ান এ এফ এম আলমগীর, এফ সি এ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এর ডিষ্ট্রিক সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, এফ সি এ,এবং রোটারিয়ান তোফায়েল আহমেদ সিন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী আরসিসি-কাশীনাথপুর এর সন্মানিত সদস্য মোঃ শফিকুল আলম খান টিটুল, মোঃ নূরুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, জাফরুন নাহার শেলী, সিহাব খান, কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মোঃ মকবুল হোসেন, মোঃ মন্জুর রহমান,কাশিনাথপুর প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোঃ হুমায়ন কবির বিশিষ্ট সংগঠক কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব হোসেন, এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেল এর সংগঠক শেখ শাহিন, মাসুদ রানা, সাইফুল ইসলাম ঠান্টু, বাবু ইসলাম প্রমুখ।

Post a Comment

0 Comments