স্টাফ রিপোর্টারঃ
পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলামকে সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা ঐতিহ্যবাহী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসময় বক্তব্যদেন নব নির্বাচিত আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্যদেন সহকারি প্রধান শিক্ষক মো. জিল্লুরর রহমান, সিনিয়র শিক্ষক জাহানারা খাতুন, মাওলানা. আব্দুল মমিন, মো. মানিক উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম নাসিম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যদেন দশম শ্রেণির মোছা. শারমিন খাতুন, মো. ওয়াসিম আকরাম।
শুরুতেই কোরান থেকে তেলোয়াত করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নাহিন।
0 Comments