পাবনা প্রতিনিধিঃ
ভাষার মাস ফেব্রুয়রির প্রথম দিনে পাবনায় ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী ও মাসব্যাপী বইমেলা।
শুক্রবার সন্ধ্যায় শহরের দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল খালেক।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল খালেক বলেন, ভাষা আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল। কেবল রাষ্ট্রভাষা বাংলা চাই নয়, বাংলা ভাষার রাষ্ট্র চাই এই চিন্তাও এসেছিল ভাষা আন্দোলন থেকেই। ভাষা আন্দোলনে শহীদের রক্তে এমন এক শক্তি পুঞ্জীভূত হয়েছিল যার ফলশ্রুতিতেই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের উন্মেষ ঘটে।
যুব সমাজের মধ্যে সামাজিক অবক্ষয় রোধ এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হবার তাগিদ দেন বক্তারা। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ছাত্রদের মাধ্যমে সফল হয়েছে মন্তব্য করে ছাত্রনেতাদেরও বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় মোট সাঁইত্রিশটি স্টল বসেছে।
বইমেলার পাশাপাশি ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে চলছে পাঁচ দিনব্যাপী পুস্তক প্রদর্শনী। লাইব্রেরীর সংগ্রহে থাকা কয়েকশত বছরের পুরনো বই এবং দুষ্প্রাপ্য পাতায় লেখা পান্ডুলিপিসহ কালের সাক্ষী বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে এখানে।
0 Comments