বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সেলিম কে গুলি করে হত্যা


ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দূর্বৃত্তের ছোড়া তিনটি গুলিবিদ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বুধবার(৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে মারা যান তিনি। 

এর আগে বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে রূপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়ির সামনে তিনি গুলিবিদ্ধ হন।

মুস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল জানান, রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তার ভাই। এক পর্যায়ে বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে এসে তার ওপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। 
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মোটরসাইকেল যোগে দুইজন এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনার কারণ উদঘাটন ও তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। তার সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কি না তা উদঘাটনে বিশেষ টিম কাজ শুরু করেছে।

Post a Comment

0 Comments