ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নিজ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার খানমরিচ ইউনিয়নের দোহারী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান ওরোফে জানিক এর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর পিতা রঞ্জু।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মসিউর রহমান ওরোফে ক্লাসে পাঠদানের সময় দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের পেছনে দাড়িয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং অপত্তিকর কথাবার্তা বলে ছাত্রীদের যৌন নিপীড়ন করেন। সে সময় ছাত্রীরা প্রতিবাদ করলে তাদেরকে ধমক দিয়ে বেত্রাঘাত করে বসিয়ে দেন।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিক্ষক ৫ম শ্রেণিতে গিয়ে পাঠদান অবস্থায় পূর্বের ন্যায় ব্যবহার করে আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন।
সে সময় ছাত্রীরা জোট বদ্ধ হয়ে প্রতিবাদ করে ক্লাস থেকে বের হয়ে অন্যান্য শিক্ষক ও অভিভাবকদের নিকট প্রকৃত ঘটনা খুলে বলেন। প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন নিপীড়নের খবর ছড়িয়ে পড়লে মর্হুতের মধ্যে আশপাশ থেকে প্রায় অর্ধশত ছাত্রছাত্রীর অভিভাবক স্কুল চত্বরে এসে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকে। কিন্তু এর আগেই ওই প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে বেড় হয়ে গা ঢাকা দেন।
ওই দিন রাতেই কয়েকজন অভিভাবক সহ রঞ্জু ভাঙ্গুড়া থানায় হাজির হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মসিউর রহমান জানিক এর মোবাইলে রোববার দুপুরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
অভিযোগের সত্যতা স্বীকার করে দোহারী গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলী আজগর বলেন,ওই প্রধান শিক্ষক এ বিদ্যালয়ের যোগদানের পর থেকেই ছাত্রীদের সাথে পাঠদান কালে অশালীন আচারণ, অপত্তিকর কথাবার্তা ও ছাত্রীদের যৌন নিপীড়ন করার অভিযোগ পেয়ে একাধিকবার তাকে শর্তক করার পরও তিনি সংযত হয়নি।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক বিরুদ্ধে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীরকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।
সুত্রঃবি বার্তাডটনেট।
0 Comments