শেখ শাহিনঃ
১৬ ফেব্রুয়ারি পাবনা জেলার কাশীনাথপুর এ রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পরিচালনাধীন রোটারী আরসিসি-কাশীনাথপুর এর বিভিন্ন জায়গায় গরীব দুস্থদের মাঝ শীত বস্ত্র বিতরণ।
উক্ত শীত বস্ত্র বিতরণ উদ্বোধন করেন রেটারিয়ান মোঃশাহীদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী আরসিসি-কাশীনাথপুর এর সন্মানিত সদস্য মোঃ শফিকুল আলম খান টিটুল, আলহাজ্ব সোবহান হোসেন, মোঃনূরুল ইসলাম, আলাউল হোসেন, মোঃমাসুদুর রহমান, কবির হোসেন, ডাঃসানু, শেখ শাহিন সহ প্রমুখ।
উল্লেখ্য রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট তাদের সেবামূলক কাজকে আরো ছড়িয়ে দেয়ার জন্য রোটারী আরসিসি-কাশীনাথপুর নামে এলাকা নির্ধারণ করেন।
পরবর্তীতে রোটারী ইন্টারন্যাশনাল হতে অনুমোদন পায়।
0 Comments