মোঃ জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় লাইমদ্দিন প্রাং নামের (৫৮) এক কৃষক নিহত হয়েছে।
এসময় অজ্ঞাতনামা আরও ২জন আহত হয়েছে।
শুক্রবার টেবুনিয়া-চাটমোহর সড়কের চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের সিবাতের ঢাল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত লাইমদ্দিন প্রাং উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামের মৃত সাইবা প্রাং এর ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. শরিফুল ইসলাম জানান, পথচারী কৃষক লাইমদ্দিন প্রাং কৃষি কাজের জন্য মাঠে যাওয়ার পথে ঘটনা স্থালে পৌছালে অটো সিএনজির নিচে পড়ে আহত হলে আটঘরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন।
এসময় অজ্ঞাতনামা আরও ২জন আহত হয়েছে। আহতদের আশংখ্যাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা চাটমোহর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
0 Comments