বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

সাঁথিয়ায় উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে হত্যার হুমকি


সাঁথিয়া প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার (৭জানুয়ারি) সকালে তাকে মোবাইলে এ হুমকি দেয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য সাঁথিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাওয়ায় তাকে এ হুমকি দেয়া হয়। এ ব্যাপারে সোমবার রাতে তিনি সাঁথিয়া থানায় একটি জিডি করেছেন।
আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জিডিতে তিনি উল্লেখ করে বলেন, সোমবার সকালে মোবাইলে অজ্ঞাত ব্যক্তি জানতে চায় আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো কিনা। আমি হ্যাঁ উত্তর দিলে ওই ব্যক্তি আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। নাম জানতে চাইলে তা না বলে আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমি ও আমার পরিবার ক্ষয়-ক্ষতির আশংকা করছি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments