বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

মন্ত্রী শুন্য বৃহত্তর পাবনা, জনমনে হতাশা


বার্তাকক্ষঃ




































একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর পাবনা জেলায় একজনও মন্ত্রী পরিষদে ঠায় পায় নাই। বৃহত্তর পাবনা জেলায় ৫ টি এবং সিরাজগঞ্জ জেলায় ৭ টি আাসন। 
এই দুই জেলায় মোট ১২ টি আসনে আওয়ামীলীগের পার্থী বিজয়ী হলেও নতুন সরকারে তাদের মন্ত্রী করা হয় নি।
এ নিয়ে দুই জেলায় জনরগনের মাঝে চাপা ক্ষোভের বহিপ্রকাশ লক্ষ করা গেছে। দলীয় নেতা কর্মীদের মাঝেও হতাশা ও ক্ষোভের ছায়া লক্ষ করা গেছে। 
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ ৪৬ জন মন্ত্রী রয়েছেন। অথচ বিগত সরকারে পাবনা থেকে শামসুর রহমান শরীফ ডিলু ভূমি মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবারের সরকারে এ দুই জনই বাদ পড়েছেন।
এবার শেখ হাসিনা নতুন সরকার গঠনের মাধ্যমে নতুনদের মন্ত্রীত্ব প্রদানে বেশি প্রাধান্য দিয়েছেন। 
পাবনার মানুষের প্রত্যাশা ছিলো, এবারো পাবনাবাসী অন্তত একজনকে মন্ত্রী হিসাবে দেখবেন। 
এখনো সুযোগ আছে বলে আশায় বুক বেধে রয়েছেন এ জেলার মানুষেরা।

Post a Comment

0 Comments