বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফেসবুকে সাবেক ছাত্রলীগ নেতার খোলা চিঠি


বার্তাকক্ষঃ
মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন একরামুল হক নামের সাবেক এক ছাত্রলীগ নেতা। একরামুল হক পাবনা পৌর শাখার সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক। সাবেক এই ছাত্রলীগ নেতা তার খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে মমতাময়ী জননেত্রী সম্মোধন করেছেন। দেশের একজন সাধারণ নাগরিক ও নৌকা প্রতীকের একজন ভোটার হিসেবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কিছু দাবি জানিয়েছেন। 
খোলা চিঠিটি "পাবনা টাইমস" অনলাইনের পাঠকদের জন্য হুবহু দেয়া হলো-

#খোলা_চিঠি
#বরাবর_মাননীয়_প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জননেত্রী মমতাময়ী। এই দেশের জন্য আপনার পরিবারের ত্যাগ এক অনন্য নজির।
একাদশ সংসদ নির্বাচনে একজন সামান্য নাগরিক হিসাবে আমি নৌকায় ভোট দিয়েছি। আপনি এই দেশের মাতৃতুল্য অভিভাবক, আর আমরা সাধারণ নাগরিক আপনার সন্তানতুল্য। একজন নাগরিক হিসাবে আপনার নিকট আমার কিছু দাবি আছে।

১। আপনি যখন নির্বাচন করেন তখন শুধুমাত্র আওয়ামীলীগের নেত্রী ছিলেন। এখন আপনি পক্ষ বিপক্ষ সবার প্রধানমন্ত্রী। যেহেতু এইবার শক্তিশালী বিরোধীদল নেই, তাই আপনার উপর দায়িত্ব আরো বেশি। দলের তৃনমুল নেতা কর্মীদের আরো সহনশীল হতে হবে, তারা যেন শোষকে পরিণত না হয়।

২। দূর্নীতিকে জিরো টলারেন্স দিয়ে শক্ত হাতে দমন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিতে হবে। যেমনটা দেখেছিলাম ফাটাকেস্ট খ্যাত ওবায়দুল কাদের যখন রেলের দায়িত্ব নিয়েছিলেন।

৩। মাদকের অবাধ বিচরণ বন্ধ করতে হবে। প্রয়োজনে বর্ডার সিল করে দিন। এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

৪। এইবারের তরুণদের একটা বিরাট অংশ আপনার জয়ে ভূমিকা রেখেছে। এদের একটাই দাবি বেকারত্বের সমাধান। বিশ্বাস করুন এদের আর কোন মূখ্য দাবি নেই।

৫। দেশের শিক্ষাখাতের আরো উন্নতি দরকার।

৬। সুশাসন এবং নাগরিক সেবার সুষম বন্টন  নিশ্চিত করতে হবে।

৭। সারাদেশের রেল ব্যবস্থাকে ডাবল লেনে উন্নতি করতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যাবৃদ্ধির কারনে এটা এখন সময়ের দাবি। রাজধানীর উপর চাপ কমাতে হবে। নতুবা একসময় একটা বিরাট সমস্যা বিষফোড়ার আকার ধারণ করবে।

৮। সর্বোপরি কোন অন্যায় কে প্রশ্রয় দেয়া যাবেনা যদি সে দলের লোকও হয়।

#জয়_বাংলা
#দেশ_গড়বে_নৌকা

Post a Comment

0 Comments