বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

আটঘরিয়ায় নিখোঁজ শিশু রাসেলের সন্ধান চায় তার পরিবার


আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মোহনপাড়া গ্রাম হতে মোঃ রাসেল মিয়া নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

নিখোঁজ রাসেল মোহনপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতো। তার বাবার নাম মোঃ নয়মোন মিয়া, মায়ের নাম মোছাঃ তাছলিমা খাতুন। 

রাসেলের মামা জব্বার শেখ জানান, রাসেল গত শুক্রবার (১১জানুয়ারি) বাড়ি থেকে খেলতে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় অনেক খোজা খুজি করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ শিশু রাসেলের মা ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করে। কিছু দিন পুর্বে রাসেলের বাবা নয়মোন মিয়া অন্যত্র ২য় বিবাহ করে ২য় স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করে বলে জানায় নিখোঁজের পরিবার। 

নিখোঁজ রাসেলের সন্ধান চেয়েছে তার পরিবার। এ বিষয়ে আটঘরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। 

রাসেল নিখোঁজের সময় তার পরনে ছিলো হলুদ রংয়ের বৈশাখী গেঞ্জী ও সবুজ রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট। তার কোন মানসিক সমস্যা নেই। যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি রাসেলের সন্ধান পান তাকে নিম্নোক্ত ঠিকানা অথবা আটঘরিয়া থানা অথবা নিকটস্থ  থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

ঠিকানা- 
নামঃ মোঃ রাসেল মিয়া
পিতাঃ মোঃ নয়মোন মিয়া
মাতাঃ মোছাঃ তাছলিমা খাতুন
মামাঃ মোঃ জব্বার শেখ
গ্রামঃ মোহন পাড়া
পোষ্টঃ পাখিদের পুর
থানাঃ আটঘরিয়া 
জেলাঃপাবনা
যোগাযোগের মোবাইল নং ০১৭৩৪- ২৮১৩৫৪ 
ও ০১৮৪০-৪০৪০৯৫

Post a Comment

0 Comments