পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২ ডিসেঃ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার কটুগাড়ি গ্রামের শফিকুলের ছেলে রবিউল (৫০), একই উপজেলার আটলংকা গ্রামের ওমর আলীর ছেলে আহমদ আলী (৫২) ও বালোদিয়ার গ্রামের আলী আশ্রাফের ছেলে শাহিন আলম (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা ট্রাকটি গাছপাড়া হয়ে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল।
নুরপুর বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ট্রাকটি উল্টে গেলে চাটমোহর থেকে কাজের সন্ধানে আসা কয়েকজন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও একজন আহত হন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
0 Comments