সুজানগর প্রতিনিধিঃ
পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের গণসংযোগের সময় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে প্রার্থীর ভাইসহ তার অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সুজানগর উপজেলার সাগরকান্দি বাজারে এই ঘটনা ঘটে।
পাবনা-২ আসনের বিএনপির প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব জানান, সেনাবাহিনী ও বিজিবি নামার জন্য আজ সকালে মাঠে গণসংযোগের জন্যে বের হই। বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে সাগরকান্দি বাজারে গেলে আওয়ামী লীগের একদল যুবক নৌকার শ্লোগান দিতে দিতে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমরা দ্রুত বিভিন্ন দোকান ঘরে গিয়ে আশ্রয় নেই। হামলায় আমার ছোট ভাই ফিরোজ রেজা হাবিবসহ অন্তত দশ নেতাকর্মী মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি নিজে দুই বারের সংসদ সদস্য, অনেক নির্বাচনে অংশগ্রহণ করলেও জীবনে এই ধরনের নির্বাচন আমি দেখি নাই। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকে মাঠে বের হতে দেয়া হচ্ছে না। জেলা বিএনপি নেতৃবৃন্দ আমার বাড়িতে এলেও পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন স্বশস্ত্র অবস্থায় আমার বাড়ি ঘিরে রাখে। যে বের হচ্ছেন বাড়ি থেকে তাকেই মারধোর করা হচ্ছে।’
সেলিমের অভিযোগ- ‘নির্বাচনটি কেমন হচ্ছে, সেটা দেশবাসীর অজানা নয়। প্রতিটি ঘটনার জন্য স্থানীয় রিটার্নিং কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মহলে লিখিত ও মৌখিক ভাবে অবহিত করার পরেও কোনো লাভ হচ্ছে না। এরা নির্লজ্জের মতো কাজ করছেন।’
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তবে ঘটনাটি আমিনপুর থানা এলাকায়। আমিনপুর থানা পুলিশও ঘটনাটির কথা স্বীকার করেন এবং বলেন, ‘বিএনপি প্রার্থী বিষয়টি নিয়ে এখনো লিখিত ভাবে কোনো অভিযোগ দায়ের করেন নাই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
0 Comments