বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

"নৌকার প্রশ্নে বিভেদ নাই" পাবনা-৪ আসনে মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস


আটঘরিয়া প্রতিনিধিঃ
"নৌকার প্রশ্নে কোন বিভেদ নাই। নৌকা জিতলেই দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। জাতির জনকের কন্যা মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভেদ ভুলে নৌকাকে বিজয়ী করার বিকল্প নাই।"

আটঘরিয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামীলীগের উপিদেষ্টা সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস এসব কথা বলেন। এসময় তিনি বিভেদ ভুলে আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচন দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

এর আগে আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শমর্থক ও নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা করেন।

জনসভায় বক্তব্য দেন ভূমিমন্ত্রীপুত্র লন্ডন প্রবাসী গালিবুর রহমান শরীফ, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মাজপাড়া ইউপি চেয়ারম্যান আঃগফুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।

Post a Comment

0 Comments