বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

ভাঙ্গুড়ায় মুদি দোকানে আগুন, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
মধ্যরাতে সবাইযখন গভীর ঘুমে  মগ্ন তখন পাবনার ভাঙ্গুড়ায় বৈদ্যুৎতিক শর্টসার্কিটের আগুনে একটি মুদিখানা দোকেনে মালামাল পুড়ে ছাই হয়েছে। 

এতে ক্ষতি হয়েছে প্রায় পনের লাখ টাকা।  শুক্রবার দিবাগত মধ্যরাতে পৌর সদরের দক্ষিণ মেন্দা  কালিবাড়ি বাজারে আছিবুর রহমান বাবলুর মার্কেটের ‘মানিরুল এন্ড সন্স’ নামক মুদির দোকানে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,  শুক্রবার রাত দুইটার দিকে জনৈক পথচারী ওই দোকানের উপর দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। 

এসময় স্থানীয়রা এগিয়ে এসে মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য সবাইকে আহব্বান করা হয়। ও চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

পরে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিস ভাঙ্গুড়া থানা পুলিশের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে । এতক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Post a Comment

0 Comments