বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনাবাসীর প্রতি পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি'র খোলা চিঠি



আসসালামু আলাইকুম।

প্রিয় পাবনাবাসী, 
গত ৩২ টি বছর, আপনাদের সেবা করার লক্ষে রাজনীতির মাঠে কাজ করে যাচ্ছি, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে আমার রাজনৈতিক পথচলা শুরু করি, যুবলীগ, তারপর আওয়ামী লীগ রাজনীতির শুরু। অনেক উত্থান পতনের মাঝে জীবনের অনেকগুলো বছর পার করেছি।

প্রিয় পাবনাবাসী, জীবনে চেষ্টা করেছি সাধারন মানুষের জন্য কিছু করার, হয়ত শতভাগ কাজ করতে পারি নাই। কিন্তু আমার সাধ্যের মধ্যে যতটুকু ছিলো তার সর্বোচ্চ করার চেষ্টা করেছি। বিনিময়ে আপনাদের কাছ থেকে ভালবাসা ও দোয়া ছাড়া কিছুই কামনা করিনা। গত ১০ বছর অক্লান্ত পরিশ্রম করেছি শুধু আপনাদের সেবা করা লক্ষে। 

একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সময়কে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করেছি। জনগনের সেবক হয়ে যেন তাদের কাছে স্পষ্ট ভাবে জবাব দিতে পারি তাই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাবনা কে একটি আধুনিক শহরে রুপান্তরিত করতে।

প্রিয় পাবনাবাসী, গত ১০ বছরে ক্ষমতাসীন হয়ে আল্লাহ্’র অশেষ দয়ায় কোন দূর্নীতি করিনি বা ঘুষ খাইনি। চেষ্টা করেছি সাধারন মানুষের সেবা করার, তাদের বিপদ-আপদে বন্ধুর রূপে পাশে থাকার।

প্রিয় পাবনাবাসী, গত ১০ বছর পাবনাকে মাদকমুক্ত করার জন্য নিরলস ভাবে কাজ করেছি এবং প্রতিটা স্কুল, কলেজে মাদকের কুফল সম্পর্কে কথা বলেছি। শিক্ষাঙ্গনে মাদক নয়, মাদকমুক্ত সমাজ চাই। পাবনার সার্বিক উন্নয়নের জন্য ছুটে বেরিয়েছি গ্রামের পর গ্রাম। ছুটে গিয়েছি সর্বস্তরের মানুষের কাছে। ছুটে গিয়েছি কৃষকদের কাছে । প্রত্যন্ত অঞ্চলে করেছি অসংখ্য রাস্তা ঘাট।

বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা। তাই প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপন করে থাকি এবং মু্ক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে থাকি।

প্রিয় পাবনাবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ৩০ তারিখ আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন, আমি যেনো আবার আপনাদের জন্য কাজ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশের এবং আমাদের পাবনার উন্নয়নের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।

যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। 

প্রিয় পাবনাবাসী আমার জন্য দোয়া করবেন এবং আগামী ৩০ডিসেম্বর তারিখ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

Post a Comment

0 Comments