ঈশ্বরদী প্রতিনিধিঃ
নিখোঁজের দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা তিনটার দিকে উপজেলার মুলাডুলির বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন পুরাতন ইটভাটার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল ইসলাম এরশাদ (৩৪) মুলাডুলি ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে।
এরশাদের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন। গত সোমবার (১০ ডিসেম্বর) রাত ৮টায় চাকুরি শেষে নিজ বাড়িতে ফিরেন। খাওয়া দাওয়া শেষে বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে একটি দোকানে মশার কয়েল আনতে যান। এরপর থেকে আর তাঁর কোন পাওয়া যাচ্ছিল না।
এ ব্যাপারে এরশাদের ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় গত ১১ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেছেন। বুধবার দুপুরে তাঁর মরদেহ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, এরশাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ ও কান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু জানান, এরশাদ নিখোঁজের ঘটনাটি আমি শুনেছিলাম। তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। কি কারণে বা কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
ঈশ্বরদী থানার এস আই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুলাডুলি ইক্ষু খামার সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী সুরতহাল রিপোর্ট প্রক্রিয়াধীন। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
0 Comments