ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে ডুবে যাওয়া শিপলু আহমেদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজশাহী থেকে আসা ডুবুরীরা।
আজ শনিবার (১ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের বড়াল রেল সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিপলু পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বড় শালিখা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বিভিন্ন ট্রেনে ভিক্ষা করত।
পুলিশ ও স্থানীয় জেলেরা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে শিপলু বড়াল রেল সেতুর পিলারের ওপর বসে নেশা করছিলো।এমন সময় সে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়।
সেসময় জেলেরা মাছ ধরার ছোট ছোট নৌকায় চড়ে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে থানা পুলিশ এসে রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা তল্লাশি করার পর লাশ উদ্ধার করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
0 Comments