বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

আটঘরিয়ায় ৬ নভেম্বর ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত


মোঃ জিল্লুর রহমান রানাঃ
পাবনার আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের একাত্তরের সম্মুখ যুদ্ধের রনাঙ্গন বংশিপাড়ায় ৬ নভেম্বর ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু চত্ত্বর মুক্তমঞ্চ খিদিরপুর এর আয়োজনে ও কিচির মিচির সংগঠনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আকরাম আলী। 

বিশেষ অতিথির বক্তব্যদেন পাবনা জেলা ইউনিটের প্রাক্তন কমান্ডার মো. হাবিবুর রহমান হাবিব, আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল হক, যুদ্ধকালীন কমান্ডার মো. আনোয়ার হোসেন রেনু, ডেপুডি কমান্ডার মো. আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মন্ডল। 

বঙ্গবন্ধু চত্ত্বর মুক্তমঞ্চ, খিদিরপুর এর সভাপতি মোঃ ইকবাল হোসেন শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন্জ্জামান এর আমন্ত্রনে বক্তব্যদেন পাবনা জেলা জাসদের সভাপতি ও আটঘরিয়া প্রেসক্লাব ও কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আমিরুল ইসলাম রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

Post a Comment

0 Comments