বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

চাটমোহরে "হেলিকপ্টার হুজুর" নিয়ে লঙ্কাকান্ড


চাটমোহর প্রতিনিধিঃ
চাটমোহরে গুয়াখাড়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জালসায় প্রধানবক্তা হিসাবে এসেছিলেন মওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, যিনি হেলিকপ্টারে চলাচল করেন বলে হেলিকপ্টার হুজুর নামে বেশী পরিচিত।

এ জালসা এবং বক্তা নিয়ে ক'দিন ধরেই আলোচনা চলছিলো। জালসার পোস্টারেও বড় করে লেখা ছিলো- 
"প্রধানবক্তা হেলিকপ্টারে চড়ে আসবেন"

তাই বক্তার বক্তব্যের চেয়েও হেলিকপ্টারে চড়ে আসাটা বড় বিজ্ঞাপন হয়েছিলো।

আজ দুপুর ২টার দিকে প্রধানবক্তার হেলিকপ্টার বালুচর মাঠে অবতরন করে। প্রধানবক্তা সেখান থেকে জালসায় চলে যান এবং আধা ঘন্টা বক্তব্যে তার ওয়াজ শেষ করেন(দোয়া,দরুদ পড়তে পড়তেই শেষ) এতে স্থানীয় জনগন সহ আয়োজকেরা ক্ষিপ্ত হয়ে পরে।

বিভিন্ন সুত্র বলছে, এ জালসার জন্য বক্তা ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছেন(১ লাখ হেলিকপ্টার ভাড়া আর ৮৫ হাজার বক্তা)। ১ লাখ ৮৫ হাজার টাকায় আধা ঘন্টা ওয়াজ আয়োজকেরা মানতে পারেন নি।

তাই প্রধানবক্তা মাইক্রোতে করে বালুচর মাঠে এলে আয়োজকেরা তাকে রোধ করে এবং আবারও গিয়ে বক্তব্য দেবার জন্য চাপ তৈরী করে। কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাপক উত্তেজনার তৈরী হয়। থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রধানবক্তাকে ছাড়াই বিদায় করে দেয়া হয় হেলিকপ্টার। এসময় বক্তা হাফিজুর রহমান কুয়াকাটাকে নিরাপত্তার জন্য নেয়া হয় পুলিশ হেফাজতে। 

পরে পুলিশ বক্তা হাফিজুর রহমান কুয়াকাটাকে ট্রেনে তুলে দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি এখন চাটমোহরে টক অব দ্য টাউনে পরিনত হয়েছে।

Post a Comment

0 Comments