বিজ্ঞাপন

শিরোনাম

6/recent/ticker-posts-pabnatimes

পাবনায় সড়ক দূর্ঘটনায় পা হারালেন এক ব্যক্তি


পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ট্রাকের চাপায় পাঁ হারালেন এক বাক্তি। আজ শুক্রবার (৩০নভেম্বর) দুপুর ৩ টায় পাবনা সদরের মাসুম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আজাদ মালিথা (৪০)। তার বাড়ি সদর  উপজেলার দোগাছী ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাজারে রাস্তায় উন্নয়নমূলক কাজ চলায় অধিকাংশ যানবাহন রাস্তার এক পাশ দিয়ে চলাচল করে । আজাদ মালিথা মোটরসাইকেল যাবার সময় একটি অটোর রিক্সার সাথে তার মোটরসাইকেলে ধাক্কা লাগলে সে মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পরে। 

সেসময় পাশ দিয়ে চলা ট্রাকের চাঁকার নিচে তার পা চলে যায়। এলাকাবাসী আহত আজাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, ট্রাকের চাঁকায় এমন ভাবে তার পা থেঁতলে গেছে যা স্বাভাবিক হওয়া সম্ভব না । দ্রত থেঁতলে যাওয়া পা টি কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকেরা। 

পরবর্তীতে বিকেলেই আহত আজাদ মালিথার স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যান ।

Post a Comment

0 Comments