পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ইঞ্জিন চালিত ট্রলির (কুত্তা গাড়ী) চাকায় পিষ্ট হয়ে মা ও শিশু মেয়ে নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া গ্রামের আকবর মৃধার স্ত্রী রীনি খাতুন (৪০) ও শিশু মেয়ে বর্ষা খাতুন (৮)। এ ঘটনায় ভ্যানচালক আকবর মৃধাও আহত হয়।
জানা যায় সকালে ভ্যানচালক আকবর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শহরের দিকে যাচ্ছিল, এসময় চরবাঙ্গাবাড়ীয়া দক্ষিনপাড়া আব্দুল মৃধার বাড়ীর সামনে পৌছালে বালুবোঝাই ঘাতক ট্রলিটি আচমকা পেছন দিকে ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এতে ট্রলির চাকা মা ও মেয়ে উভয়ের পেটের উপর দিয়ে উঠে যায়।
এসময় ঘটনাস্থলেই শিশু বর্ষা মারা যায় আর হাসপাতালে নেওয়ার পথে মা রীনি খাতুন মারা যায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান গাড়িটি ট্রলির (কুত্তা গাড়ী) পেছনে পেছনে যাচ্ছিল হঠাৎ করে ট্রলির ড্রাইভার ট্রলিটি থামিয়ে আচমকা পেছনের দিকে নিতে গেলে এ দূর্ঘটনা ঘটে।
পাবনা থানার পরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ট্রলির ড্রাইভারের অসতর্কতার জন্যই এ মারাত্বক দূর্ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং ট্রলিটি জব্দ করেছে পুলিশ তবে ট্রলির ড্রাইভার ভবানীপুর গ্রামের ফজলুর ছেলে রহিমকে আটক করতে পারেনি বলেও জানাই পুলিশ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
0 Comments