ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার।
সোমবার (২৬ নভেম্বর) দুপুর ২টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।
জাকারিয়া পিন্টু পাবনা ৪ (ঈশ্বরদী – আটঘড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পিন্টুর পরিবার সূত্রে জানা যায়, ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় স্বপরিবারের ভাড়া থাকতেন পিন্টু।
গত সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশান বিএনপি অফিসে যাওয়ার জন্য বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে পুলিশ, র্যাব ও ডিবি অফিসে খোঁজ নেওয়া হয়েছে। কোথাও তাঁকে পাওয়া যায়নি।
জাকারিয়া পিন্টুর ছোট ভাই ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল জানান, কোথাও পিন্টু ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
আইন শৃঙ্খলা বাহিনীর অফিসেও খোঁজ নেয়া হয়েছে। তাঁকে গ্রেফতারের ব্যাপারে কেউ কোন খোঁজ দিতে পারেনি।
এদিকে, জাকারিয়া পিন্টু নিঁখোজ হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মাসুদ খন্দকার ।
তিনি বলেন, জাকারিয়া পিন্টু বিএনপির তৃণমূলের একজন জনপ্রিয় নেতা। দিনে দুপরে তার নিঁখোজ হয়ে যাওয়া কোন ভাবেই মেনে নেয়া যায় না। দ্রুততম সময়ে জাকারিয়া পিন্টুকে উদ্ধার করে, সুস্থভাবে পরিবারের নিকট ফিরিয়ে দেবার দাবি জানান তিনি।
0 Comments